smmplsc21@yahoo.com

0721-771943 01776604871

শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ এ স্বাগতম

ভূমিকাঃ

রাজশাহী মহানগরীর পশ্চিমাঞ্চলে শিক্ষার উন্নতিকল্পে রাজশাহী পুলিশ লাইন চত্বরে অবস্থিত ১.৬৫ একর জমির উপর ১৬.০৭.১৯৫৯ তারিখে তদানিন্তন পূর্ব পাকিস্তানের গভর্ণর কর্তৃক একটি প্রাথমিক বিদ্যালয়ের সূচনফলক উন্মোচনপূর্বক এই শিক্ষা প্রতিষ্ঠানের  শুভসূচনা হয়। পরবর্তীতে (স্বাধীনতা উত্তরকালে) ১৯৭৮ খ্রিঃ উক্ত বিদ্যায়লটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৭১ খ্রিঃ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তদানিন্তন রাজশাহী অঞ্চলের ডি.আই.জি মরহুম মামুন মাহমুদ- এর নামে বিদ্যালয়টির নামকরণ করা হয় “শহীদ মামুন মাহমুদ স্কুল এ্যান্ড কলেজ”। নি¤œ মাধ্যমিক হিসাবে স্বীকৃতি ০১/০১/১৯৮০ এবং মাধ্যমিক হিসাবে বিদ্যালয়টির স্বীকৃতির তারিখ ০১.০১.১৯৮১। ১৯৯৫ খ্রিস্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে দ্বাদশ শ্রেণিতে উন্নীত করা হলে এর নামকরণ হয় “শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ”। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের নাম জনাব মোঃ নূর মোহাম্মদ। তিনি ১৯৫৯ খ্রিঃ থেকে ১৯৬২ খ্রিঃ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বর্তমান প্রতিষ্ঠান প্রধানের (অধ্যক্ষ) নাম জনাব মোঃ গোলাম মাওলা। তিনি ০৯.০১.২০০৭ তারিখ থেকে কর্মরত আছেন। বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ১১৩৫ জন (শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত)। প্রাথমিক ০৩ জন, মাধ্যমিক শাখায় ১৯ জন ও কলেজ শাখায় ২৭ জনসহ মোট এমপিওভুক্ত শিক্ষক সংখ্যা ৪৯ জন (এর মধ্যে ২০ জন শিক্ষিকা)।


উদ্দেশ্যঃ

    নিরলস অনুশীলনের সফল উপসংহারই হলো শিক্ষা আর এই অনুশীলনের মধ্যে দিয়ে মেধা, মনন ও প্রয়াস এই তিন এর সম্মিলনে বিকশিত হতে থাকে সম্ভাবনার সকল শাখা। শিক্ষানগরী রাজশাহীর কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশের জন্য মহান মুক্তিযুদ্ধে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এ্যান্ড কলেজ, রাজশাহী এক অনন্য ভ‚মিকা পালন করছে। পরিকল্পিত নীতিমালার সঠিক প্রয়োগ, শিক্ষকমন্ডলীর দায়িত্বশীলতা, শিক্ষার্থী উপযোগী শিক্ষাদান পদ্ধতি, সর্বোপরি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সার্বিক পরিচালনায় প্রতিষ্ঠানটি তার বয়সের তুলনায় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যুগের চাহিদা মেটাতে, মানব সম্পদ গঠনে আমরা একনিষ্ঠ ভাবে সচেষ্ট। আধুনিক বিজ্ঞান মনস্ক ও সৃজনশীল মানুষ গড়ে তুলতে প্রতিষ্ঠানের দায়িত্ব অপরিসীম। আমার বিশ্বাস, অভিভাবক-মন্ডলী ও সুধীজনের আন্তরিক পরামর্শে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা, মনন, সহনশীলতা, নৈতিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক ও আধুনিক জীবনমনস্ক সৃজনশীল নাগরিক হয়ে গড়ে উঠবে।

পরিশেষে, সফলতায় প্রতিষ্ঠানটি রাজশাহী শিক্ষানগরীর “শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনে” রূপ নিবে এমনটিই আমাদের দৃঢ় প্রত্যয়। সুন্দর আগামী ও শুভময় জীবনের প্রত্যাশায় সবার জন্য রইল শুভেচ্ছা।


                ধন্যবাদসহ-
 
            (মোঃ...… বিস্তারিত

গুগল ম্যাপস